23 July 2020

১৯৭১ মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম এক বীরের গল্প [ মুক্তিযোদ্ধা পর্ব (০১) ]

                মায়ের অশ্রুশিক্ত নয়ন , নববধূর মেহেদী রাঙ্গা হাতের বাঁধন, সন্তানের মায়াভরা মুখের হাসি উপেক্ষা করে, মৃত্যুর টিকিট হাতে নিয়ে, দেশ মাতৃকার টানে সেদিন যারা  যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন তাঁরা বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান - রণাঙ্গনের মুক্তিযোদ্ধা।
       ১৯৭১ সালে রাজাকার বাহিনীর হাতে অত্যাচারিত হয়ে মহান মুক্তিযুদ্ধে যোগদেন প্রথম শত্রুমুক্ত জেলা যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ, হানুয়ার গ্রামের কৃতিসন্তান, সৎ ও নির্ভীক, বীর মুক্তিযোদ্ধা এস এম কাওসর আহমেদ। ভারতের দেরাদুন থেকে প্রশিক্ষণ নিয়ে সাতক্ষীরা ভোমরা সিমান্ত এলাকায় অপারেশন শুরু করেন। তারপর যশোরের ছুটিপুর এলাকায় যুদ্ধ করেন। যে কোনো সময় বুলেট লাগতে পারে জেনেও তিনি কখনো পিছু হাটেননি। অন্যায়ের সাথে আপোষহীন, একজন দায়িত্ববান মানুষ। জনসেবা ও পরোপকারিতা তাঁর অন্যতম নেশা। তিনি মনিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ড হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জাতির এই শ্রেষ্ঠ সন্তানের দীর্ঘায়ূ, সুস্থতা ও মঙ্গল কামনার জন্য, মহাপরাক্রমশালী আল্লাহ নিকট সকলে দোয়া চাইবেন।

লেখকঃ তানভীর আহম্মেদ



0 comments:

Post a Comment