26 July 2020

১৯৭১ মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম এক বীরের গল্প [ মুক্তিযোদ্ধা পর্ব (০৫)]

               জীবনের দুই বার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, বীর সেনানী, যশোর জেলার মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের কৃতী সন্তান, সদা হাস্যজ্জল, রসিক ও খো
লা মনের মানুষ,আল্লাহ ভক্ত, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়াজেদ আলী। ১৯৬৫  সালে পাকিস্তানের মুজাহিদ বাহিনী হয়ে ভারতের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। তারপর ১৯৭১ সালে মহান  মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রশিক্ষণ নেওয়া কালীন সময়ে পাকিস্তানের চর সন্দেহে ভারতীয় সেনাবাহিনীর হাতে আটক হন। ভারতীয় সেনাবাহিনী তাদের হেডকোয়ার্টারে নিয়ে তাকে নির্মম অত্যাচার করেন এবং প্রকাশ্যে গুলি করার ঘোষণা দেন। পরে আরো একজন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এম এ সামাদ এর সহযোগিতায় এবং বাংলাদেশি নেতাদের সুপারিশে ও তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে মুক্ত করা হয়। সেখান থেকে ইপিআর বাহিনীর সাথে যশোর জেলায় যুদ্ধ করার জন্য পাঠানো হয়। তিনি যশোর জেলার বিভিন্ন অঞ্চলে মোট ৬টি যুদ্ধে অংশ গ্রহন করেছেন এবং কিছু যুদ্ধের অপারেশন পরিকল্পনা করেন। পিতার সাথে গোপনে দেখা করতে এসে স্থানীয় রাজাকারের হাতে আটক হন। এবং মৃত্যুর জন্য তাকে প্রস্তুত করা হয়। খুব সুক্ষ মেধা ও কৌশল খাটিয়ে তিনি পালিয়ে ঝাঁপা বাঁওড় পার হয়ে জীবন রক্ষা করেন।  জাতির এই সব শ্রেষ্ঠ সন্তানদের ঐকান্তিক প্রচেষ্টায় যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয়। মহান আল্লাহর নিকট এই বীর যোদ্ধার সুস্থতা ও দীর্ঘায়ু জন্য প্রার্থনা করবেন।

লেখকঃ তানভীর আহমেদ

0 comments:

Post a Comment