26 July 2020

১৯৭১ মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম এক বীরের গল্প [ মুক্তিযোদ্ধা পর্ব (০৪)]

                           প্রয়াত বীরমুক্তিযোদ্ধা ডাক্তার শামসুল হক। যশোর জেলার মনিরামপুর উপজেলার পানিছত্র গ্রামের কৃতি সন্তান। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্পষ্টভাষী সাহসী যোদ্ধা। অন্যায়ের সাথে আপোষহীন একজন মানুষ। দেশমাতাকে পাক হানাদার বাহিনী থেকে মুক্ত করার জন্য ভারতে প্রশিক্ষণ নিতে যান। প্রশিক্ষণ শেষে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। তার সহধর্মিনী জাহানারা মুক্ত, একজন প্রগতিশীল মানুষ এবং বাস্তববাদী লেখিকা। তাঁর কলেজ পুড়ুয়া, ক্রিকেট প্রেমী ছোট ছেলে ফজলুল হক মনা ২০০২ সালে অকাল মৃত্যু বরন করেন। ২০০৬ সালে এই বীর মুক্তিযোদ্ধা পরলোকগমন করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানের আত্মার শান্তি কামনা করে সকলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন।


লেখকঃ তানভীর আহমেদ

0 comments:

Post a Comment